প্রধান শিক্ষককে পেটালেন এমপির পিএস
এমপি মকবুল হোসেনের পিএস সাইফুজ্জামান শিপু
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মকবুল হোসেনের একান্ত সচিব (পিএস) সাইফুজ্জামান শিপুর বিরুদ্ধে গাংনী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গাংনী উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষকের নাম শাহাব উদ্দিন। তিনি মেহেরপুর গাংনী উপজেলার বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সাইফুজ্জামান শিপু এমপি মকবুল হোসেনের একান্ত সচিব (পিএস) ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তবে শিপু এ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। পরে শুনেছি আমার ছেলেরা এটি ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আমি ব্যবস্থা নেব।
শিক্ষক শাহাব উদ্দিন বলেন, বৃহস্পাতিবার দুপুরে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেনের পিএস সাইফুজ্জামান শিপু তার ছেলেদের দিয়ে আমাকে ডেকে নেন। ওই সময় শিপুসহ গাংনী উত্তরপাড়ার ছাত্রলীগ কর্মী ইমরান ও তুষারসহ বেশ কয়েকজন যুবক শিক্ষা অফিসের সামনে অবস্থান করছিল। আমি অফিসের সামনে যাওয়া মাত্র- ‘তুই বিএনপির শিক্ষক’ এই কথা বলে আমাকে তারা চড়, কিল, ঘুষি মেরে চলে যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
গাংনী উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিন বলেন, ওই শিক্ষককে কেন মারধর করা হলো তা বলতে পারব না। হামলাকারীরা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। তাই কোনো ব্যবস্থা নেয়া যায়নি। বিষয়টি ইউএনও বিষ্ণু পদ পালকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষ্ণু পদ পাল বলেন, শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ঘটনটি শুনেছি। ঘটনাটি বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।
আসিফ ইকবাল/আরএআর/পিআর