ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় শান্তিরক্ষী আক্তার হোসেনের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৬ মার্চ ২০১৮

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত অবস্থায় মাইন বিস্ফোরণে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

দুপুর ১২টায় ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনের মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়। লেফটেন্যান্ট তানভীর আহম্মেদ রানার নেতৃত্বে যশোর সেনানিবাসের ২৩ রেজিমেন্টের একটি সেনা দল মরদেহটি গ্রহণ করে তার নিজ গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার বরালিদাহ নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত আক্তার হোসেন ১৯৯৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের তালিম মোল্ল্যার ছেলে। বাবা, মা, স্ত্রীসহ দুই মেয়ে রয়েছে তার।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম আফ্রিকার মালির দোয়েঞ্জা এলাকায় মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত বাংলাদেশের চার সেনাসদস্য নিহত হন। এদের মধ্যে মাগুরার ল্যান্স কর্পোরাল আক্তার হোসেন একজন।

আরাফাত হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন