ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় স্কুলছাত্রকে শিক্ষকের মারধর

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৮ মার্চ ২০১৮

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর করেছে স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মমিন মুন্সী। এ ঘটনায় রোববার সকালে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

এর আগে শনিবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতাীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও র‌্যালিতে এ মরধরের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন অষ্টম শ্রেণির শিক্ষার্থী অশিক মাহামুদসহ আরও কয়েকজন ছাত্র বঙ্গবন্ধুকে স্মরণ করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মমিন মুন্সী ক্ষিপ্ত হয়ে র‌্যালির মধ্যে তাদেরকে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করে। পরে তাকে আবার বিদ্যালয় থেকে টিসি দেয়ার হুমকি দেন তিনি।

jagonews24

আহত ছাত্রের অভিভাবকের অভিযোগ, আশিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি থেকে অন্যান্য ছাত্রের সঙ্গে ওই ছাত্রও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এতে শিক্ষক মোমিন মুন্সি ক্ষিপ্ত হয়ে তার মাথায় ও কানে জোরে চর থাপ্পড় মারে এবং লাথি মেরে আহত করেন। পরে বাসায় যাওয়ার পর তার কয়েকবার বমি হয়।

এ বিষয়ে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শংকর পাল বলেন, ওই ছাত্র র‌্যালিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে মারধর করা হয়েছে। তবে তিনি উভয়পক্ষের বক্তব্য শুনেছেন। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করে সঠিক বিচার করবেন বলে আশ্বাস দিয়েছেন।

আদিল হোসেন তপু/আরএ/আরআইপি