ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হত্যা আর পেট্রলবোমার গণতন্ত্র চলবে না : নৌমন্ত্রী

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৮ মার্চ ২০১৮

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির অর্জন ছিল দুর্নীতি। সেই দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। বিএনপির অর্জন জঙ্গিবাদ, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ জঙ্গিবাদ প্রতিহত করেছে।

তিনি বলেন, বিএনপি আজ নিজেদের দিকে তাকিয়ে দেখুক তারা কোন গণতন্ত্র চায়। বাংলাদেশে হত্যা আর পেট্রলবোমার গণতন্ত্র চলবে না। এ দেশে চলবে জনগণের অধিকার, জনগণের চাহিদার ভিত্তিতে দেশের কল্যাণের জন্য রাজনীতি চলবে।

রোববার দুপুরে জামালপুরের বাহাদুরাবাদ-বালাশী নৌ-ফেরিঘাট সংস্কার করে ফেরি চলাচল কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নৌমন্ত্রী।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ফরিদুল হক খান দুলাল ও জেলা প্রশাসক আহমেদ কবীর প্রমুখ।

শুভ্র মেহেদী/এএম/পিআর

আরও পড়ুন