ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১১ তরুণের বিশেষ প্রচারাভিযান

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৮ মার্চ ২০১৮

‘সড়ক দুর্ঘটনা রোধ করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তঃজেলা স্বাধীনতা সাইকেল ভ্রমণ শুরু করেছে ১১ তরুণ সাইক্লিস্ট।

তেঁতুলিয়া উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতা এবং রেড ক্যাফের সহযোগিতায় পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের (পিসিআর) সদস্যরা এই কর্মসূচি শুরু করেন।

রোববার সকালে পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারি কমিশনার (এনডিসি) সুমন জিহাদী সাইকেল ভ্রমণের উদ্বোধন করেন।

স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থী এই ১১ তরুণ সাইক্লিস্ট পাঁচ দিনব্যাপী জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারসহ জনবহুল স্থানে সড়ক দুর্ঘটনা রোধ এবং মাদক মুক্ত সমাজ গঠনে লিফলেট বিতরণসহ সচেতনতামূলক প্রচারাভিযান চালাবেন।

Panchagarh-Cycle-1

এর মধ্যে ১৮ মার্চ পঞ্চগড় সদর উপজেলা থেকে শুরু করে ১৯ মার্চ সকালে আটোয়ারী উপজেলা হয়ে বোদা উপজেলা, ২০ মার্চ দেবীগঞ্জ উপজেলা এবং ২১ মার্চ তেঁতুলিয়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালিয়ে তেঁতুলিয়া ডাকবাংলোয় রাত্রীযাপন করবেন। পরদিন ২২ মার্চ সকালে তেঁতুলিয়া থেকে আবারও পঞ্চগড়ে ফিরার পথে বিভিন্ন স্থানে পথসভা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এনডিসি সুমন জিহাদী, টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. সামছুজ্জামান বিপ্লব, প্রেস ক্লাব সভাপতি সফিকুল আলম, পিসিআর’র সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। এতে কলেজের শিক্ষক, পিসিআর’র সদস্য, সাংবাদিকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এএম/পিআর

আরও পড়ুন