ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়েকে দেখতে এসে গাছে বাঁধা পড়লেন মা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৮ মার্চ ২০১৮

গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে লোহার রড, তাল গাছের বাকল ও শাবল দিয়ে মধ্যযুগীয় কায়দায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ননদ মাছুমা বেগম (৩০) ও ছোট ভাইয়ের স্ত্রী মোছা. মর্জিনা বেগমকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

গৃহবধূ মাহফুজা খাতুন (৩০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফারের মেয়ে ও কালিগঞ্জ উপজেলার আড়ংগাছা গ্রামের অহিদুল্লাহ গাজীর স্ত্রী।

মাহফুজা খাতুনের ভাই বাবলুর রহমান জানান, কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে স্বামী অহিদুল্লাহ মাহফুজা খাতুনকে এক তালাক দেয়। তার বড় মেয়ে তাওছিয়া খাতুনকে আটকে রাখে। মেয়েকে দেখতে মাছুমা শ্বশুরবাড়িতে যায়। এ সময় পরিবারের সবাই মিলে তাকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

স্থানীয়রা জানায়, নির্যাতনের একপর্যায়ে মাহফুজার জিহ্বা টেনে ধরে। ব্যাপক মারধরের পরে মাহফুজা নিহত হয়েছে মনে করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তার স্বামী, ভাশুর, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেয়া হয়। বর্তমানে মাহফুজা কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কালিগঞ্জ থানা পুলিশের ওসি সুবির দত্ত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ভাই লাভলু মোল্লা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আকরামুুল ইসলাম/এএম/জেআইএম

আরও পড়ুন