মেলার নামে অশ্লীল নাচ, মঞ্চ ভেঙে দিলো পুলিশ
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে কবি সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ৯ মার্চ সরকারিভাবে কবি সিকান্দার আবু জাফর মেলার উদ্বোধন করা হয়।
মেলাতে বিগত বছরগুলোতে লটারি কুপন নামক জুয়া থাকলেও এবার লটারি নেই। তবে প্রতি রাতেই বিভিন্ন সার্কাস, যাত্রা ও পুতুল নাচের নামে প্রদর্শন করা হচ্ছিল অশ্লীল নাচ। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মঞ্চ ভেঙে দেয় পুলিশ।

এ বিষয়ে তালা থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, কবি সিকান্দার মেলার শর্ত ভঙ্গ করে অশ্লীল নৃত্য প্রদর্শন করায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশে সোমবার দুপুর ১২টার দিকে পুতুল নাচের চিত্র তারকা মেলার বিভিন্ন পাশের টিনের দেয়াল ও মঞ্চ ভেঙে দেয়া হয়েছে। এছাড়া যাত্রা ও নৃত্য প্রদর্শনের প্যান্ডেলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান