ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাল্টিমিডিয়ার আওতায় যশোরের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৯ মার্চ ২০১৮

 

যশোর সদরের সিংহভাগ প্রাথমিক বিদ্যালয়গুলো ল্যাপটপ আর মাল্টিমিডিয়ার সুবিধার আওতায় এসেছে। ধারাবাহিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া উপকরণ সরবরাহ করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় উৎসাহী ও মনোযোগী হচ্ছে বলে শিক্ষকরা জানিয়েছেন।

যশোর শহরের নতুন খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়ায় শিক্ষার্থীরা অনেক মনোযোগী হচ্ছে। তারা আনন্দ পাচ্ছে। প্রাণবন্ত ক্লাস নেয়া সম্ভব হচ্ছে। এর আগে পাওয়া একটি ল্যাপটপের মাধ্যমে তারা এই ক্লাস নিয়ে থাকেন। ১৮ মার্চ আরেকটি ল্যাপটপ পেয়েছেন। ফলে ক্লাসের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।

করিচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম হুমায়ন কবীর জানান, তারা সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের নিজস্ব ব্যবস্থাপনায় অনেক আগে ডেস্কটপ পেয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরে প্রাইমারি অ্যাডুকেশন ডেভেলপমন্টে প্রোগ্রাম প্রকল্পের (পিইজিপি-৩) আওতায় দুই কিস্তিতে তারা দুইটি ল্যপটপ পেয়েছেন। এখন প্রয়োজন একটি প্রজেক্টর। প্রজেক্টরে ভিজ্যুয়াল পদ্ধতিতে ক্লাস নিলে শিক্ষার্থীরা অনেক উৎসাহী হয়।

যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ১৮ মার্চ তৃতীয় কিস্তিতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। যশোরে যোগদানের পর এ দিয়ে মোট ১৮৩টি ল্যাপটপ বিতরণ করা হল। পিইজিপি-৩ প্রকল্পের আওতায় এই ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ধীরে ধীরে সব স্কুল এই সুবিধা পাবে। এতে করে প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা প্রদান সম্ভব হবে।

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সন্তানরা এগিয়ে যাচ্ছে। তাদেরকে আরও এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষা থেকেই মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় পাঠদান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লক্ষে কাজ করছেন। এটি একটি যুগান্তরকারী পদক্ষপ। ভিজ্যুয়াল পদ্ধতিতে শিখনফল ভালো হয়। কোমলমতি শিশুরা প্রজেক্টরে তাদের পাঠ দেখে সহজেই পড়া মনে রাখতে পারে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই যুগান্তরকারী পদক্ষেপকে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কেই মাল্টিমিডিয়ায় সুসজ্জিত করা হবে।

মিলন রহমান/এএম/আরআইপি