স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের ফাঁসি
মানিকগঞ্জে চাঞ্চল্যকর ইদ্রিস আলী হত্যা মামলায় তার স্ত্রীসহ দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ইদ্রিস আলীর স্ত্রী সেলিনা আক্তার ও নজরুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার অপর আসামি দুলাল মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১১ সালের ২৮ নভেম্বর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিকশাচালক ইদ্রিস আলীকে (৩৫) নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রী সহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত বিচার কার্য শেষে আজ নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও তার সহযোগী নজরুল ইসলামের ফাঁসির আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম এবং আসামিপক্ষে এ কে এম কায়সার মামলাটি পরিচালনা করেন।
বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম