ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা : দুই কলেজছাত্রের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২০ মার্চ ২০১৮

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা ও ধর্ষণে ব্যর্থ হয়ে ছোরা মেরে আহত করার দায়ে দুই কলেজছাত্রকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলো- শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের হাওড়াপাড়া গ্রামের আশেদ আলীর ছেলে মো. আরিফ মিয়া (২২) ও একই গ্রামের সুরুজ আলীর ছেলে লাল চাঁন মিয়া (২০)।

আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, রায়ে একইসঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

হাকিম বাবুল/এএম/এমএস

আরও পড়ুন