কুয়াকাটায় হোটেল কক্ষে ছাত্রের মরদেহ ও অচেতন তরুণী উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আবাসিক হোটেল 'পায়রায়' এ ঘটনা ঘটে। এ সময় কক্ষ থেকে অচেতন অবস্থায় এক তরুণীকেও উদ্ধার করা হয়েছে।
হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী, নিহত জাহিদুল (৩০) খুলনার সোনাডাঙ্গা গ্রামের হাফিজুরের ছেলে। তিনি খুলনা বিএল কলেজের ছাত্র। আর মেয়েটির নাম তিনা (২৫)। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সোমবার বিকেলে আবাসিক হোটেল পায়রার ৩০১ নম্বর কক্ষে ওঠেন।
মঙ্গলবার রাতে হোটেল কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মহিপুর থানার (এসআই) মো. সাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান