ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরের সাবেক এমপি খিজিরের ইন্তেকাল

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২২ মার্চ ২০১৮

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক এমপি ও মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহ মোস্তানজিদুল হক খিজির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোরে ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

১৯৭৯ সালে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে বিএনপির এমপি নির্বাচিত হন খিজির। পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। পরে তিনি মির্জাপুরের আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

বাদ জোহর ঢাকার গোপীবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং নিজ গ্রাম উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুরে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার চাচাত ভাই শাহ মাজমুল হক চাঁন ময়না।

সাবেক এমপি শাহ মোস্তানজিদুল হক খিজিরের মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

এরশাদ/এফএ/আরআইপি

আরও পড়ুন