ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে আ.লীগ কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৩ মার্চ ২০১৮

ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও ৩ কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রয়েড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝিনাইদহের শৈলকুপায় উমেদপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। গতরাতে রয়েড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেলসহ বেশ কিছু নেতাকর্মী বসেছিলেন। এ সময় রয়েড়া গ্রামের গহর মন্ডলসহ কয়েকজন অফিসটিতে হামলা চালান। তারা ছাত্রলীগ কর্মী আসিফ মন্ডলসহ দলের ৩ কর্মীকে কুপিয়ে আহত করেন। এছাড়া অফিসে থাকা বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, ব্যানার ফেস্টুন ও চেয়ার টেবিল ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শুক্রবার সকালে অভিযান চালিয়ে জড়িত অভিযোগে আমিরুল ও আমির নামে ২ জনকে আটক করা হয় বলে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান।

আহমেদ নাসীম আনসারী/এফএ/পিআর

আরও পড়ুন