ট্রাক্টরের চাকায় পিষ্ট হলেন হেলপার
নওগাঁর রানীনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেলপার আবু হাসান (২৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আবু হাসান নাটোরের সিংড়া উপজেলার হেকমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের মাঠ থেকে ট্রাক্টরে করে মাটি বহনের কাজ করছিলেন আবু হাসান। মাটি কেটে ট্রাক্টরে ওঠানোর পর তার ট্রাক্টরের ওঠার কথা ছিল। কিন্তু চালক ভুল করে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই আবু হাসান মারা যান।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এফএ/এমএস