ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদা কারামুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন : স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৪ মার্চ ২০১৮

সন্ত্রাস ও জঙ্গিবাদের দল বিএনপিকে জনগণ আর ভোট দেবে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ দেশের জনগণ ঘাতকদের আর ক্ষমতায় আসতে দেবে না।

তিনি বলেন, খালেদা জিয়া কারামুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন। এটি আমরা চাই। কারণ খালি মাঠে গোল দিতে চাই না। নির্বাচনী মাঠে খেলেই আমরা জিততে চাই।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করেন।

বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলন করার ক্ষমতা আপনাদের নেই। নেত্রী জেলে থাকলেও আপনাদের একজন লোকও মাঠে নামেনি। আমরা আন্দোলন করেছি, জেল খেটেছি। মার খেয়েছি।

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল লোডশেডিংয়ের বাংলাদেশ ছিল। বিদ্যুৎ আর সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। এখন কৃষককে সারের পেছনে দৌড়াতে হয় না।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাজ আলমাজির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শরিফ উল আলম শরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল হান্নান খান, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লহ আল পাঠান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদার, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক ও সলঙ্গা থানা সভাপতি রায়হান গফুর প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

আরও পড়ুন