অাগামীতে অার প্রশ্ন ফাঁস হবে না : শিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত অালী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলতে হবে। রাজনীতিতে আবোল-তাবোল কথা বলা যাবে না।
এসএসসি ও সমমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে এমসিকিউ পদ্ধতি বাদ দেয়া হবে। অাগামীতে অার প্রশ্ন ফাঁস হবে না।
শনিবার সন্ধ্যা ৭টায় রাজবাড়ীর শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ ও বুনন শিল্প পরিষদের যৌথ অায়োজনে বুনন অার্ট স্পেসে রাজবাড়ীর দুই নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন, শিক্ষা ও নারীবান্ধব সরকার। সবক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া অাছে এই সরকারের। ২০৪১ সাল লাগবে না ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো অামরা।
বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অাপনারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন। অথচ এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা অাপনারাও ভোগ করছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই প্রাপ্য সবার। অাওয়ামী লীগ একা দেশ স্বাধীন করেনি। দেশ স্বাধীনে নারী-পুরুষ সবার অর্জন অাছে। তেমনি উন্নয়নশীল দেশ হয়েছে সবার সহযোগিতায়। অামাদের দেশ অারও উন্নত হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যার মুক্তিযোদ্ধা ফকির অাব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, সংবর্ধিত নারী মুক্তিযোদ্ধা সবিতা চন্দ ও জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিজ্ঞান চেতনা কমিটির অাহ্বায়ক মহিতুজ্জামান বেলাল। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাসহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/এএম/আরআইপি