ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেলের জমি যেন অপরাধের স্বর্গরাজ্য

রিপন দে | মৌলভীবাজার | প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৫ মার্চ ২০১৮

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সিলেট-আখাউড়া সেকশনে বার বার যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে আন্তঃনগর রেলগুলোতে। এতে আতঙ্কিত হচ্ছেন যাত্রীরা। প্রশ্ন উঠেছে এই সেকশনে চলাচলকারী রেলের মান নিয়ে। রেলের এসব দুর্ঘটনা, যাত্রীসেবার মান, যাত্রীদের ভোগান্তি ও বিভিন্ন সংকট নিয়ে পাঁচ পর্বের প্রতিবেদন করেছেন জাগো নিউজের মৌলভীবাজার প্রতিনিধি। আজ থাকছে তার তৃতীয় পর্ব।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া রেল সেকশনের আওতাভুক্ত অন্তত ২৬টি রেলস্টেশন ও এর সংলগ্ন এলাকার পরিত্যক্ত জমি প্রবাভশালীদের মদদে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রেল কর্তৃপক্ষের মালিকানাধীন কয়েক হাজার কোটি টাকার জমি, পরিত্যক্ত রেলকোয়ার্টার, গুদাম ঘর ও ব্যাবহার অনুপযোগী অফিসসহ স্টেশনের আশপাশের পরিত্যক্ত জায়গায় হরহামেশা চলছে বিভিন্ন অপরাধকর্ম। পুলিশ এসব জায়গায় মাঝে মাঝে অভিযান চালালেও তাতে কাজের কাজ কিছুই হয় না।

train

অবৈধ দখলে থাকা রেলের জায়গার উপর তৈরি টিনশেড বা পাকা-আধাপাকা ঘর ভাড়া দিয়ে রমরমা মাদক ব্যবসা চলছে। সম্প্রতি শ্রীমঙ্গল রেল স্টেশনের আশপাশের এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আরো অনেকেই রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। মাঝে মাঝে পুলিশের অভিযানে ছোট ছোট মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও তাদের পেছনে থাকা রাঘব-বোয়ালরা থেকে যাচ্ছে পর্দার আঁড়ালে।

বিভিন্ন রেলস্টেশনের উভয়প্রান্তে দখলকৃত ভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার মধ্যে রয়েছে বেশ কয়েকটি কলোনি, বস্তি, ঝুপড়িঘর ও দোকান। এসব স্থাপনাকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে বিভিন্ন অপরাধীদের আস্তানা ও মাদক সেবনের আড্ডাস্থল। মাদক বিক্রি থেকে শুরু করে পতিতাবৃত্তি, জুয়া, চোরাচালান ও চোলাই মদের আসর সবই চলে এখানে। চোর ডাকাত সন্ত্রাসী থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা নির্বিঘ্নে বসবাস করছে এসব কলোনি ও বস্তিতে।

এছাড়া মাদক পাচারের জন্য সময়ে সময়ে ব্যবহার কারা হচ্ছে রেলকে। চট্টগ্রাম থেকে সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেয়ার জন্য মাদক ব্যবসায়ীরা ব্যবহার করছে এ রেল যোগাযোগকে।

train

মৌলভীবাজারের বিভিন্ন স্টেশন ঘুরে ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকায় হাত বাড়ালেই মেলে ইয়াবা, গাঁজা, চোলাই ও ভারতীয় মদ।

রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের স্টেশনের মধ্যে মৌলভীবাজার জেলায় রয়েছে অন্তত ১২টি স্টেশনের অবস্থান। যেগুলোতে অনিয়ম ও দুর্নীতি চলছে লাগামহীনভাবে। শমসেরনগর, ভানুগাছ ও কুলাউড়া স্টেশন কাঠ পাচারকারী চক্রের শক্ত নেটওয়ার্ক হিসেবে খ্যাত বলে অভিযোগ রয়েছে।

মৌলভীবাজারের বিভিন্ন রেল স্টেশনকে ঘিরে মাদকরাজ্য গড়ে ওঠা প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, যেকোনো ধরনের অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিই। এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখব।

এফএ/এমএস

আরও পড়ুন