ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাপ মুক্তির আশায় স্নানোৎসব

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ মার্চ ২০১৮

কঠোর নিরাপত্তার মধ্যে দেশে একযোগে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে জামালপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী অষ্টমী মেলা। রোববার ভোর থেকে জামালপুরের ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে অষ্টমী স্নানে অংশ নেয় হিন্দু ধর্মবলম্বী অসংখ্য নারী ও পুরুষ। পাপ থেকে মুক্তি আর পূণ্য লাভের আশায় ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ স্নানোৎসব।

জানা যায়, অষ্টমী স্নানোৎসবে অংশ নিতে জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুর জেলা ছাড়াও বিভিন্ন জেলা শহরের পূণ্যার্থীরা জমায়েত হয়েছিলো ব্রহ্মপুত্র নদের তীরে। সিই সঙ্গে প্রতি বছরের মতো এবারও জামালপুর শহরের রাণীগঞ্জ হাটে বসেছে তিনদিনব্যাপী অষ্টমী মেলা। গ্রামবাংলার ঐহিত্যবাহী এ মেলায় নাড়ু-গজা, সাজ-ঝুড়ি, জিলাপী, মিষ্টির দোকান ছাড়াও কাঠের আসবাবপত্রের দোকান, পুতুল নাচ, নাগড়দোলা স্থান পেয়েছে।

 

Gongasnan-1

এদিকে, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। ব্রহ্মপুত্র স্নান উপলক্ষে তিনদিন আগে থেকেই চিলমারীতে শুরু হয় সাজ সাজ রব। চিলমারী নৌ-বন্দর থেকে শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার ব্যাপি ব্রহ্মপুত্র নদে এ স্নানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পূঁজা উদযাপন কমিটি। রোববার সকাল ৬টা স্নান শুরু হয় চলে ৮টা পর্যন্ত।

এছাড়া মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে চলছে সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নান। রোববার সকাল থেকে কালিগঙ্গা নদীর বেউথা এলাকায় এই স্নান শুরু হয়। চলবে বিকেল পর্যন্ত। পাপ মোচনের আশায়, নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে স্নানে অংশ নিচ্ছেন সনাতন ধর্মালম্বী শত শত নারী-পুরুষ।

 

Gongasnan-2

আবার ঈশ্বরের কৃপা ও পাপমুক্তির আশায় কিশোরগঞ্জের হোসেনপুরেও পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল নামে। রোববার ভোর থেকে শুরু হয় স্নানোৎসব। শেষ হয় সকাল ১০ টায়। হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্মীয় রীতি অনুযায়ী ভোরের আলো ফোটার আগেই শুরু হয় গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংর্কীতনসহ পূণ্যার্থীদের স্নানোৎসব।

নাজমুল/মেহেদী/আরএ/এফএ/পিআর

আরও পড়ুন