সিলেটে আমেরিকান ভিসা সেন্টার চালু
অবশেষে সিলেটে আমেরিকান ভিসা সেন্টারের কার্যক্রম চালু হয়েছে। রোববার সকালে নগরীর জেলরোড আনন্দ টাওয়ারের নিচ তলায় আমেরিকান দূতাবাস, ঢাকার ভাইস কনসাল উইল রমিনি (Mr Will Romine) আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করেন।
সিলেটে লন্ডন, কানাডা ও থাইল্যান্ডের ভিসা প্রার্থীদের ভিএফএস-এর মাধ্যমে আবেদনপত্র জমাদানের সুযোগ থাকলেও আমেরিকার ভিসা প্রার্থীরা এ থেকে বঞ্চিত ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উইল রমিনি বলেন, আমেরিকান দূতাবাসের সার্ভিস সহজলভ্য ও ঝুঁকিমুক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে আমেরিকার ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ঢাকার পরিবর্তে সিলেট অফিস থেকে সরাসরি জমা ও সংগ্রহ করতে পারবেন। এছাড়া, ২০০৮ সালের পর যাদের মাল্টিপল ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা ইন্টারভিউ ছাড়া ড্রপ বক্স-এর মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। এই সেন্টার থেকে পরবর্তীতে আমেরিকান সিটি সার্ভিসও প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম এ মোহাইমিন সালেহ, সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পুলিশ সুপার নূরে আলম মিনা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এবং জিএসএস প্রতিনিধি ইয়ামী সালেহ উপস্থিত ছিলেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীদের শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- ২ মঞ্চে মুক্তিযোদ্ধার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, হট্টগোল
- ৩ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী
- ৪ জীবননগরে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা
- ৫ নিজ খরচে বৃদ্ধাশ্রমের মায়েদের পছন্দের খাবার খাওয়ালেন ডিসি