ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দীঘিনালার দুই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৯ মার্চ ২০১৮

আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীসহ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাস্থ করে দীঘিনালার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ের হাসি হেসেছে স্বতন্ত্র প্রার্থীরা।

দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্রজ্ঞান জ্যোতি চাকমা (আনারস)। তিনি পেয়েছেন ২ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জীবন কান্তি চাকমা (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৩৯১ ভোট।

অপরদিকে বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন সন্তোষ জ্যোতি চাকমা (ঢোল)। তিনি পেয়েছেন ২ হাজার ৫১৪ ভোট। তার নিকটতম উমেশ কান্তি চাকমা (চশমা) পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাত পৌনে আটটার দিকে দীঘিনালা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফলাফল ঘোষণা করেন ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও দীঘিনালা উপজেলা নির্বাচন অফিসার রকর চাকমা।

এর আগে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দীঘিনালা ইউনিয়নে ৮ হাজার ৬৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যদিকে বাবুছড়া ইউনিয়নে ৮ হাজার ৩৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/জেআইএম