ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহম্মদপুরে নৌকার রাবেয়া জয়ী

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৯ মার্চ ২০১৮

মাগুরা মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাবেয়া বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাবেয়া বেগম নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ২৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল আখতার কাফুর ঘোড়া মার্কা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৯ ভোট।

এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মহিদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৬৩ ভোট। ৯টি ভোট কেন্দ্রের ৫৩টি বুথের মাধ্যমে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের মৃত্যুতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

মো: আরাফাত হোসেন/এএম/জেআইএম

আরও পড়ুন