ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় ‘দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ১০:২৪ এএম, ৩০ মার্চ ২০১৮

মাগুরা সদর উপজেলার ছনপুর গ্রামে দু’দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ ফখরুল শেখ (৪৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ রাউন্ড শটগানের গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, গভীর রাতে সদর উপজেলার ছনপুর গ্রামের মাঠের মধ্যে দু’গ্রুপের গোলাগুলির খবর জানতে পেরে সদর থানা পুলিশের স্পেশাল-১ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে ৪ রাউন্ড শটগানের গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ফখরুল শেখ একজন চিহ্নিত ডাকাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ছনপুরে একসময় প্রায়ই ডাকাতি হতো। এ কারণে ধারণা করা হচ্ছে সেখানে ডাকাতি করতে এসে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির সময় ওই ডাকাত নিহত হয়েছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-এমরান।

আরাফাত হোসেন/এফএ/এমএস

আরও পড়ুন