ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরফ্যাসনে জামায়াত ইসলামী আমিরসহ আটক ১২

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:১৩ এএম, ০১ এপ্রিল ২০১৮

ভোলার চরফ্যাসনে জামায়াত আমিরসহ ১২ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা হারুন অর রশিদের বাড়িতে আন্তঃথানা জামায়াত নেতাদের নিয়ে গোপন বৈঠককালে পুলিশ ১২ জনকে আটক করে।

গ্রেফতাররা হলেন, চরফ্যাসন উপজেলা জামাত ইসলামী আমির মাওলানা হারুন অর রশিদ কাজী (৫১), মোস্তফা কামাল (৫২), ভোলা সদরের আমির হোসেন (৪৫), লালমোহনের লোকমান হোসেন (৪০), জসিম উদ্দিন (৩০), অধ্যক্ষ শরিফ হোসেন (৪৫) শশীভূষনের নাসিম (৩৫), রেদওয়ান (২৫), আবুল কাশেম (৫০), মোহাম্মদ আলী (৫৫), রহমত উল্যাহ (৩০) ও দক্ষিণ আইচার জিয়াউল হক (৭৫)।

চরফ্যাসন থানার ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা হারুনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি জানান, এরা সবাই ভোলা, লালমোহন, শশীভূষণ, দক্ষিণ আইচা ও চরফ্যাসন এলাকার জামাতে ইসলামির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। সরকার বিরোধী নাশকতার জন্য এরা সন্ধ্যার পর হারুন মাওলানার বাড়িতে গোপন বৈঠক করছিল।

আদিল হোসেন তপু/এফএ/এমএস

আরও পড়ুন