পাকশীতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে রূপপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পিন্টু চররূপপুর তিনবটতলা এলাকার আজাদ হোসেনের ছেলে।
পিন্টুর মামা শামিম জানান, কোমরের বাম পাশে গুলি লেগেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাকে পরে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সাংগঠনিক দ্বন্দ্বে এই হামলা হতে পারে।
আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান