প্রতিবন্ধী শিশুকে পিটিয়ে হত্যা
ছবি-প্রতীকী
গাজীপুরে মো রাসেল (১৬) এক প্রতিবন্ধী শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের শহীদ নেয়ামত সড়কে মারিয়ালি কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের এলাকার কফিল উদ্দিনের ছেলে।
জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া জানান, নিহত রাসেল শারীরিক প্রতিবন্ধী ছিল। সে তিন বছর ধরে তার চাচা ইদ্রিস আলীর রিকাশার গ্যারেজে থেকে রাতে পাহাড়া দিতো এবং ব্যাটারি চালিত অটো রিকশায় চার্জ দেয়ার টাকা আদায় করতো। রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা গ্যারেজের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে অটোরিকশা চুরির চেষ্টা করে। রাসেল ঘটনাটি টের পেলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে লোহা জাতীয় কোন বস্তু দিয়ে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। সকালে অটো রিকশা চালকরা গ্যারেজ থেকে রিকশা বের করতে এসে রাসেলের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মো. আমিনুল ইসলাম/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে: এ্যানি
- ২ মেহেরপুরে বিএনপির নির্বাচনি অফিসের পাশে মিললো বোমা সদৃশ বস্তু
- ৩ আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য: মির্জা ফখরুল
- ৪ বিগত সময়ে তিনটি দল ব্যর্থ হয়েছে, মানুষ এখন পরিবর্তন চায়
- ৫ এবার ২ নম্বরি করার কোনো পদ্ধতি নেই: নির্বাচন কমিশনার আবুল ফজল