ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবি

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেনের বদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ওই হাসপাতাল চত্বরে লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তার আনোয়ার সদর হাসপাতালে যোগদানের পর থেকে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি এসেছে। সাধারণ মানুষ সরকারি হাসপাতালমুখি হয়েছেন। এজন্য সাধারণ মানুষ তাকে ‘গরিবরের ডাক্তার’ বলে জানেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। শেষে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

খবর পেয়ে জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ সেখানে উপস্থিত হন। এ সময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের শান্ত করেন।

প্রসঙ্গত, সম্প্রতি ডা. আনোয়ার হোসেনকে রাঙামাটি হাসপাতালে বদলি করা হয়।

কাজল কায়েস/এএম/জেআইএম

আরও পড়ুন