এইচএসসির প্রশ্নফাঁস : নরসিংদীতে যুবক গ্রেফতার
নরসিংদীর শিবপুর থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে পারভেজ নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে শিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ জাঙ্গালিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও ইংরেজী প্রথম পত্র পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছিল পারভেজ। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে অনুসরণ করা হচ্ছিল। প্রশ্নফাঁসের সঙ্গে পারভেজের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার অভিযানে নামে ডিবি পুলিশ। পরে তার মোবাইল ট্র্যাকিং করে শিবপুরের জাঙ্গালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপপরিদর্শক রুপম কুমার সরকার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ তিনটি পরীক্ষার প্রশ্নফাঁসের কথা স্বীকার করেছেন।
সঞ্জিত সাহা/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান