পড়া না পারায় সুচ ফুটিয়ে শাস্তি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গণপত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রলয় চক্রবর্তীর বিরুদ্ধে পড়া না পারায় শিক্ষার্থীদের সুচ ফুটিয়ে শাস্তি দেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার স্কুলের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার ৪র্থ শ্রেণির বিজ্ঞান ক্লাস চলাকালীন সহকারী শিক্ষক প্রলয় চক্রবর্তী পড়া না পাড়ায় শিক্ষার্থীদের গায়ে সুচ ফুটিয়ে নির্যাতন করেন। একই দিন তৃতীয় শ্রেণির ক্লাসেও ওই শিক্ষক পড়া না পারার জন্য শিক্ষার্থীদের গায়ে সুচ ফুটিয়ে নির্যাতন করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, শিক্ষার্থী ও অভিভাবকরা তার কাছে অভিযোগ করেছেন। তিনিও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রুবেলুর রহমান/এফএ/এমএস