রোগী দেখতে গিয়ে সড়কেই প্রাণ গেল চিকিৎসকের
নওগাঁয় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবুল হোসেন (৩৪) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার বলিহার ইউনিয়নের জলছত্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর সরদারপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পল্লী চিকিৎসক (দন্ত) বাবুল হোসেন মান্দা উপজেলার সতীহাটে চেম্বারে রোগী দেখার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার জলছত্র নামক নামক স্থানে পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী আলিফ ট্রাভেলস (ঢাকা-মেট্টো-চ-৯৯৪৪) নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পল্লী চিকিৎসক বাবুল হোসেন মারা যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার বলেন, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আব্বাস আলী/আরএআর/পিআর