নড়াইলে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪৫
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে নড়াইল সদর থানায় ১৮ জন, লোহাগড়া থানায় ১৪ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানায় ৮ জন।
লোহাগড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ১৪ জনের মধ্যে টিকা মোল্লা নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাকত আসামি রয়েছে। টিকা মল্লিা শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের বারিক মোল্লার ছেলে। নড়াইল আদালতের একটি মামলায় (জিআর-৩২১/১২) তার পাঁচ বছরের কারাদণ্ড হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান রয়েছে।
হাফিজুল নিলু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা
- ২ বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, চিনে ফেলায় শরীরে আগুন
- ৩ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ৪ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৫ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা