ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:১৯ এএম, ০৯ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এবং টঙ্গী আমতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই দুর্ঘটনা দুটি ঘটে।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের রাজারহাট থানার তেতনা এলাকার সেকান্দর আলীর ছেলে।

এদিকে টঙ্গী থানার এসআই শাহিন শেখ জানান, সকাল ৭টার দিকে টঙ্গী-ঘোড়ারশাল সড়কের টঙ্গীর আমতলী মোড় এলাকায় বাসচাপায় মিঠু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত মিঠু বাগেরহাটের চিতলমারী থানার দরকটরিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন