বিএনপি নেতা আলাল কারামুক্ত
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই করে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। এ বছরের ফেব্রুয়ারিতে ঢাকা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উয়িংয়ের উপদেষ্টা শায়রুল কবীর খান জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও ভাঙচুরের ঘটনায় ঢাকার পল্টন থানায় দুইটি মামলা রয়েছে। সোমবার তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নয়াপল্টন কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন আলাল। সংবাদ সম্মেলন শেষে বের হলে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আমিনুল ইসলাম/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর
- ২ আমি একটু রাগি মানুষ, রাগি না হলে এদেশে কাম করণ যায় না: রুমিন ফারহানা
- ৩ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ৪ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৫ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ