ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের হাত থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:২১ পিএম, ১১ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পরও আসামি দীপ্তকে (৩২) গ্রেফতার করা যায়নি। উদ্ধার হয়নি হাতকড়াটিও। তবে এ ঘটনায় বুধবার এসআই আবু বকর সিদ্দিক বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।

পালিয়ে যাওয়া দীপ্ত টঙ্গীর কেরানিটেক বস্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের সোর্স হত্যা, মাদক ও ডাকাতি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, টঙ্গী থানার এসআই আবু বকর সিদ্দিক মঙ্গলবার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে কেরানিটেক বস্তি থেকে দীপ্তকে গ্রেফতার করে হাতে হাতকড়া পরিয়ে দেন। খবর পেয়ে নারীসহ অন্য মাদক ব্যবসায়ীরা জড়ো হয়ে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতকড়াসহ আসামি দীপ্ত পালিয়ে যায়। এ সময় এসআই আবু বকর সিদ্দিক তিন রাউন্ড গুলি ছুড়ে দীপ্তকে আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। গুলি ছোড়ার সময় ট্রিগারের চাপে তিনি নিজেও আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও বুধবার দুপুরে এ ঘটনায় এসআই আবু বকর নিজে বাদী হয়ে কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, দীপ্তকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। তবে এখনও তাকে গ্রেফতার বা হাতকড়া উদ্ধার হয়নি।

গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ জানান, এ ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো গাফিলতি ছিল না। দীপ্তকে গ্রেফতারের সর্বাত্বক চেষ্টা এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেনকে। তদন্তে পুলিশের গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

আরও পড়ুন