ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০১:২৭ পিএম, ১২ এপ্রিল ২০১৮

 

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের বাদিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে উপজেলা ছাত্রলীগের পদ বঞ্চিত নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর  একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

এ দিকে সড়ক অবরোধে ফলে রাস্তার দুপাশের যান চলাচল বন্ধ হয়ে ভয়ানক যানযট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়েছে। বর্তমানে সকল ধরনের যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মো. সাইফুল ইসলাম মিরাজ/আরএ/এফএ/আরআইপি

আরও পড়ুন