ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

ঈশ্বরদী ইপিজেডে একজন দোভাষীর মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল থেকে নাকানো ইন্টারন্যাশনাল লিমিটেডের সামনে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি সামাল দিতে ইপিজেড কর্তৃপক্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।

বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা এ সময় জাপানি কোম্পানি নাকানো ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার হেড ওয়াশিং ইনচার্জ দোভাষী মাসুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে শ্লোগান দেয়। বিক্ষোভকারীরা জুয়েলের বিরুদ্ধে বেতন কর্তন, চাকরিচ্যুতি, অবৈধ নিয়োগ বাণিজ্য, হুমকি-ধামকি প্রভৃতি অপকর্মের অভিযোগ আনে। একই সঙ্গে তারা দোভাষী জুয়েলের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে নাকানোর এমডি সাচাচোর কাছে জানতে চাইলে তিনি কোন কিছু বলতে রাজি হননি।

বৃহস্পতিবার সকালে নাকানোর ক্যামিক্যাল বিভাগের স্টোরকিপার হেলাল উদ্দিন কারখানার এডমিন অফিসার আবু হায়াতকে জানান, বুধবার ছুটিশেষে বাড়ি ফেরার পথে বাঘইল গ্রামে একদল সন্ত্রাসী তাকে ঘেরাও করে মারধর করে। এসময় তারা জুয়েলের কোন কাজের ব্যাপারে অভিযোগ করলে জীবননাশের হুমকি দেয়। এ কথা ইপিজেড এলাকায় ছড়িয়ে পড়লে অন্যান্য কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা নাকানো ফ্যাক্টরির কার্যলয়ের সামনে জড়ো হন ।

এবিষয়ে ইপিজেড কর্তৃপক্ষ নাকানো ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠক করছেন।

আলাউদ্দিন আহমেদ/আরএ/পিআর

আরও পড়ুন