ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের পদধারী চার নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে তাদের অব্যাহতি দেয়া হয়।
এরা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ রাজ, সোহাদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং আমিনুল ইসলাম হানিফ।
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এমদাদুল হকসহ দুইজন ছাত্রদলের মতাদর্শে বিশ্বাসী এবং বাকিরা বিবাহিত হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জাগো নিউজকে বলেন, অব্যাহতি পাওয়া চার নেতার বিরুদ্ধে তথ্য গোপন করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেয়েছি আমরা। তাই তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম