গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত
প্রতীকী ছবি
গাজীপুর সিটি করপোরেশনের মীরের বাজার (চামুড্ডা) এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মুখর উদ্দিন (৪৫) শরীতপুরের নড়িয়া থানার জিনারা এলাকার আইজুদ্দিনের ছেলে।
জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির ইনচার্জ মো. সফিক এবং জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই বাসের চালক ও সহকারী ছাড়া যাত্রী ছিল না। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন। এ ঘটনায় ট্রাকের চালক নিহত এবং অন্তত ৪ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ২ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৩ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৪ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৫ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান