ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধানক্ষেতে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২০ এপ্রিল ২০১৮

শেরপুরে ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল মিয়া (২৪) সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা কান্দাপাড়া গ্রামের আরশাদ আলীর ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে ওই গ্রামের স্থানীয় আজমল বিএসসি নামে এক ব্যক্তির ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে বাবুল মিয়া নিখোজঁ হন। রাতভর তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে বাবুল মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা। ঘটনাটি পুলিশকে জানালে শেরপুর সদর থানার এসআই মোফাখির উদ্দিন মরদেহটি উদ্ধার করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাকিম বাবুল/এনএফ/এমএস

আরও পড়ুন