হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
ময়মনসিংহ শহরে বাবু নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বাবুকে হত্যার খবরটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমেদ।
তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে আনন্দমোহন সরকারি কলেজ রোড এলাকার বাসা থেকে বের হন বাবু। তখন একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এরপর বাবুকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ২০০৯ সালে এই কলেজ রোড এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত আরমান হত্যার এজাহারভুক্ত আসামি ছিলেন বাবু। কী কারণে এবং কারা এই বাবুকে কুপিয়ে খুন করেছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
জেডএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান