আচরণবিধি লঙ্ঘন : গাজীপুরে ৪ মেয়র প্রার্থীকে সতর্ক
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীকেই সতর্ক করা হয়েছে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং অফিসার তাদের সতর্ক করেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামান জানান, সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার, জাসদ (ইনু) প্রার্থী রাশেদুল হাসান রানা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম সানাউল্লাহকে শুক্রবার রাতে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
তিনি জানান, তারা যদি পরবর্তী সময়ে আচরণবিধি ভঙ্গ করেন তাহলে নির্বাচনের বিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শনিবার থেকে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ এপ্রিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ২ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৩ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৪ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৫ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান