দরজায় হাত দিতেই প্রাণ গেল শ্রমিকের
প্রতীকী ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ওয়ার্কশপের বিদ্যুতায়িত দরজায় হাত দিয়ে প্রাণ হারিয়েছেন শফিক মিয়া (৫২) নামে এক ধান মাড়াই শ্রমিক।
শফিক মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাতিশাইল গ্রামের বাজিদ উল্লার ছেলে।
উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রজব আলী জানান, রোববার সকালে শফিক মিয়া তার ধান মাড়াই মেশিন মেরামত করতে নতুন ব্রিজ এলাকার আফজাল মিয়ার ওয়ার্কশপে যান। এ সময় ওয়ার্কশপটির বিদ্যুতায়িত দরজা খোলার উদ্দেশ্যে ধাক্কা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অরূপ কুমার দাশ বলেন, ঘটনাটি আমরা জানতে পারিনি। তিনি আরো বলেন, ওই ওয়ার্কশপের ভেতরে বিদ্যুতের ওয়্যারিংয়ে কোনো দুর্বলতা না থাকলে দরজাটি বিদ্যুতায়িত হওয়ার কথা নয়।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/পিআর