ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে জেএমবির দুই সদস্য আটক

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

সিরাজগঞ্জের কামারখন্দে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় জিহাদি বই, লিফলেট, অর্থ সংগ্রহের রশিদ, সদস্য ফরম, বায়োডাটা ফরম, পরিকল্পনা ফরম ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে কামারখন্দ উপজেলার মামুদাকোলা গ্রামে অভিযান চালিয়ে কাদরিয়া খানকা শরিফে অবস্থিত একটি মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কামারখন্দের মামুদাকোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল রানা (২০) ও রায়গঞ্জ উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে রাকিবুল হাসান ওরফে রেজাউল (২২)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর সহকারী পরিচালক মো. রওশন আলী।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

আরও পড়ুন