ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভিক্ষু হত্যায় ভিক্ষু আটক

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

বান্দরবানে বৌদ্ধ ধর্মীয় গুরু হত্যাকাণ্ডে ম্রায় থোই নামে এক ভিক্ষুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার একটি রাবার বাগান থেকে দাসহ তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার সময় মংথুই সাংকে ম্রায় থোই নামের আরেক ভিক্ষু কুপিয়ে হত্যা করেন। তাদের দাবি, এ দুই ভিক্ষুর মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে বেলা ১১টার দিকে এলাকার লোকজন বৌদ্ধ বিহারের রান্নাঘরে গিয়ে তার মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা আরও জানান, ভিক্ষু ম্রায় থোই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত বলেন, ভিক্ষু হত্যাকারীকে রাবার বাগান থেকে আটক করা হয়েছে । নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

সৈকত দাশ/আরএ/পিআর

আরও পড়ুন