ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলাকালে মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান উপস্থিত হয়ে দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরে জনতাবাজার থেকে শতক সড়কটির বেহাল দশা। ভেঙে খানাখন্দে ভরে উঠেছে। ফলে শিক্ষার্থীসহ স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

Habigonj-Pic-(2)

বার বার সড়কটি মেরামতের জন্য অনুরোধ করা হলেও কোনো সমাধান হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে বেলা ১১টায় স্থানীয় দিনারপুর কলেজ, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।

পরে তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজন। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ঘটনাস্থলে ছুটে যান। তিনি সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়ার ঘোষণা দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম

আরও পড়ুন