চাঁপাইনবাবগঞ্জে ৫ জেএমবি সদস্য গ্রেফতারের দাবি র্যাবের
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার ভোর ৪টার দিকে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ৮০০ গ্রাম গান পাউডার, ৭৫ গ্রম সোডা, ৮০ গ্রাম চুনসহ বোমা তৈরির সরঞ্জাম এবং ৪ জিহাদি বইসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. খিদির আলীর ছেলে মো. জিয়াউল হক জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত (৩৮), মৃত লুৎফর রহমানের ছেলে মো. বেলাদুল ইসলাম বেলাল (৫০), মো. আনারুল হকের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৪), গোয়াবাড়ী চাঁদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২) ও চাকলা গ্রামের মৃত আলিফ উদ্দীনের ছেলে মো. কামাল হোসেন (৩৫)।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলার বিভিন্ন স্থানে জেমবি সদস্যরা জমায়েত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গোরস্থানের পূর্ব পার্শ্বে চুনি চৌধুরীর ঘরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন পালিয়ে গেলেও ৫ জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউল স্বীকার করে যে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং সংগঠনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
আব্দুল্লাহ/এফএ/এমএস