ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না : কাদের সিদ্দিকী

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব না।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় আমাদের দেশে যে অবস্থা চলছে সেই কারণে নির্বাচিত সরকারকে মানুষ মানতে চায় না। পৃথিবীর অন্য দেশে এই প্রথা চললেও আমাদের দেশে অচল।

রোববার দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকের ছেলে সিটি ব্যাংকের অফিসার পার্থ পতিম সরকারের বৌভাতের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তার দল কোন জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমজাদ হোসেন সিকদার, সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস ও প্রচার সম্পাদক আজাদ হোসেন কহিনুর প্রমুখ।

এস এম এরশাদ/এএম/পিআর

আরও পড়ুন