বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া বাজার থেকে ভারতীয় ৭১০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে ভারত থেকে পাচার করে আনা বিরল প্রজাতির কচ্ছপের এ চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বেনাপোল কোম্পানি সদরের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জালাল উদ্দিন জানান, সকালে ভারত থেকে চোরাই পথে কচ্ছপের বড় একটি চালান বাংলাদেশে আনা হচ্ছিল। খবর পেয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের বোয়ালিয়া বাজারে অভিযান চালায় বিজিবি।
এ সময় বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে এসব বস্তার ভিতরে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ পাওয়া যায়। উদ্ধার লাভ কচ্ছপগুলো যশোর বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
জামাল হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ