ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘খালেদা রাজনৈতিক সূত্র না জানায় বারবার ভুল করছে’

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০২:৩২ পিএম, ০২ মে ২০১৮

নৌ পরিবহন মন্ত্রী শাহ্ জাহান খান বলেছেন, বীজগণিতের অংক মিলাতে গেলে সূত্র জানা লাগে। সূত্র না জানলে অংক মিলবে না। ঠিক তদ্রুপ খালেদা জিয়া রাজনৈতিক সূত্র না জানায় বারবার ভুল করছে।

বুধবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে বদনাতালি ও চরশিবা রুটে ফেরি সার্ভিস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

Patuakhali-Feri

নৌ পরিবহন মন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলেও আর্ন্তজাতিক মহলে নির্বাচন যেমন গ্রহণযোগ্য হয়েছে। আগমী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও তাই হবে। বর্তমান সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা সৃষ্টি করেছে সেই ধারাবাহিতা রক্ষা করতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গির হোসাইন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিনসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/পিআর

আরও পড়ুন