কীটনাশক পানে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গায় কোমল পানীয়ের বোতলে রাখা কীটনাশক পান করে তাসনিম আক্তার প্রাপ্তি নামে এক সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাসনিম জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের শহিদুল হকের মেয়ে এবং উথলী আইডিয়াল প্রি-ক্যাডেটের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নিহত তাসনিমের বাবা শহিদুল হক জানান, ধান ক্ষেতে প্রয়োগের পর অবশিষ্ট কীটনাশক একটি কোমল পানীয়ের বোতলে রেখে দেন শহিদুল ইসলাম। গত সোমবার তার শিশু কন্যা তাসনিম কোমল পানীয় ভেবে তা পান করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু তাসনিম মারা যায়।
সালাউদ্দীন কাজল/আরএ/এমএস