ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিছুই বলতে পারছে না শিশুটি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১০:৩০ এএম, ০৬ মে ২০১৮

দেখতে সুস্থ মনে হলেও নাম ঠিকানা কিছুই বলতে পারছে না ৪ বছর বয়সী শিশুটি। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছে।

শনিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল এলাকা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে শিশুটি গোয়ালন্দ ঘাট থানায় রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দৌলতদিয়া টার্মিনাল এলাকায় মেয়েটি একা দাঁড়িয়ে কাঁদছিল। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাম ঠিকানা জানার চেষ্টা করেন, কিন্তু মেয়েটি কিছুই বলতে পারিনি। পরে স্থানীয়রা তাকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে রেখে গেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, সে কোনো রকম কথা বলতে পারলেও নাম পরিচয় কিছুই বলতে পারছে না। তবে পুলিশ শিশুটির নাম পরিচয় জানার ও তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

আরও পড়ুন